অস্ট্রেলিয়া সফরে ভারত দিবা-রাত্রির টেস্ট খেলবে না, এ বিষয়ে বেশ কিছুদিন থেকেই দুই দেশের সংবাদ মাধ্যমে আগাম আলোচনা চলছিল। তবুও শেষ পর্যন্ত যদি বিসিসিআই রাজি হবে এই আশায় সিরিজের প্রথম টেস্টের সময় ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ভারতীয় বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে চিঠি মারফত তাদের ‘না’ জানিয়েছে দিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, ‘প্রশাসকদের কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ভারত আগামী বছরের কোনো এক সময় দিবা-রাত্রির টেস্ট খেলবে। তাই এই প্রেক্ষিতে আপনাদের এই সিরিজে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্ট খেলতে পারছি না। তাই সবগুলো টেস্টই চিরাচরিত ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। ’
এই চিঠি পেয়ে সিএ’র পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা এই মুহূর্তে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্টটি অ্যাডিলেডে খেলতে পারবে না। তাই এই টেস্টটি দিনেই অনুষ্ঠিত হবে।
বিশ্বের টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে মাত্র দুটি দেশ এখন পর্যন্ত দিবা-রাত্রির ম্যাচ খেলেনি। এরা হলো টেস্টের পরাক্রমশালী দল ভারত ও সদ্য আট নম্বরে উন্নিত হওয়া বাংলাদেশ। ভারত সেই প্রস্তাব পেয়েও না করে দিলো।
যদিও ভারতের ঘরোয়া লিগে গোলাপি বলে খেলা হয়েছে কিন্তু সেখানে জাতীয় দলে থাকা অধিকাংশ ক্রিকেটাররাই ছিলেন না। ফলে গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা তাদের নেই বললেই চলে।
অপরদিকে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টসহ এ পর্যন্ত চারটি দিবা-রাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া এবং সব ক’টিতেই জয় পেয়েছে তারা। যদিও বর্তমানে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে দলটি। তবুও ভারতের বিপক্ষেও যে ফেবারিট অস্ট্রেলিয়াই মাঠে নামতো তাতে সন্দেহ ছিলো না। কিন্তু ভারতের না বলে দেওয়ায় হয়তো আরও একটি দিবা-রাত্রির টেস্ট জয় থেকে বঞ্চিতই থেকে গেলো অজিরা।
বাংলাদেশ সময়ঃ ১৪৫২, ০৮ মে, ২০১৮
এমকেএম/এমএমএস