রাজস্থানের দেওয়া ১৫৯ রানের তুলনামূলক সহজ লক্ষটিও ছুঁতে পারলো না তারা। ৭ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভার শেষে পাঞ্জাব তুলে ১৪৩ রান।
এর আগে মঙ্গলবার (৮ মে) জয়পুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের ৫৮ বলে ৮২ ও সনজু স্যামসনের ১৮ বলে ২২ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় রাজস্থান রয়্যালস।
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বল হাতে অ্যান্ড্রিউ টাই ৪টি, মুজিব উর রহমান ২টি ও মার্ক স্টোইনিস ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে জয়ের জন্য ১৫৯ রানের সহজ লক্ষে খেলতে নেমে দলীয় ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব। বিস্ফোরক গেইল ফিরেছেন মাত্র ১ রানে।
পাঞ্জাবের হয়ে এক লোকেশ রাহুলই যা লড়ছেন! ৭০ বলে তিনি খেলেছেন ৯৫ রানের নান্দনিক এক ইনিংস। দলের আর কোনো ব্যাটসম্যান ব্যক্তিগত ১৫ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি।
রাজস্থানের হয়ে বল হাতে কৃষনাপ্পা গৌতম ২টি, জোফরা আর্চার, ইশ সোধি, বেন স্টোকস ও জয়দেব উনারকাট ১টি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এইচএল/এইচএমএস/এসআরএস