ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি-ভিলিয়ার্স দাপটে বেঙ্গালুরুর সহজ জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ১২, ২০১৮
কোহলি-ভিলিয়ার্স দাপটে বেঙ্গালুরুর সহজ জয় হাফ সেঞ্চুরি করার পর ভক্তদের অভিনন্দনের জবাব দিচ্ছেন বিরাট কোহলি।

ঢাকা: আইপিএলের চলতি আসরের ৪৫তম ম্যাচটি ছিল পয়েন্ট টেবিলের তলানির দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ার ডেভিলসের মধ্যকার। টুর্নামেন্টের শেষ চারের আশা যাদের নেই বলাই শ্রেয়।

যা হোক টেবিলের একেবারে নিচের এই দুই দলের লড়াইয়ে সহজ জয় তুলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দিল্লির দেয়া ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক কোহলির ৪০ বলে ৭০ ও ডি ভিলিয়ার্সের অপরাজিত ৩৭ বলে ৭২ রানের দাপুটে ব্যাটিংয়ে এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটের খরচায় ১৮৭ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু।

দিল্লির হয়ে বল হাতে বোল্ট দু’টি,  অভিষিক্ত সন্দিপ লামিচন, অমিত মিশরা ও হারশাল প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স।

এর আগে শনিবার (১২ মে) দিল্লিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে রিসবাহ পান্ত'র ৩৪ বলে ৬১ ও অভিষেক শর্মার ১৯ বলে ৪৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৮১ রানের সংগ্রহ পায় স্বাগতিক দিল্লি ডেয়ার ডেভিলস।

বেঙ্গালুরুর হয়ে বল হাতে যুভেন্দ্র চাহাল দু’টি, মইন আলী ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এইচএল/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।