ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

 ইংল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন প্ল্যাঙ্কেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, মে ৩০, ২০১৮
 ইংল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন প্ল্যাঙ্কেট লিয়াম প্ল্যাঙ্কেট- ছবিঃ সংগৃহীত

ঢাকা: জস বাটলারকে স্কটল্যান্ড সিরিজে বিশ্রামে রেখে আর লিয়াম ইনজুরি ফেরত লিয়াম প্ল্যাঙ্কেটকে রেখে স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। 

চোটাক্রান্ত ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে রাখা হয়েছে দলে। বাটলারকে দলে রাখতে কোচ ট্রেভর বেলিসের অনুরোধ রেখেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

 

স্কটল্যান্ডের বিপক্ষে আগামী ১০ জুন থেকে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের দলে বাটলারের বদলি হিসেবে যুক্ত হয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস।

স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জো হার্ট, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক ওড।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন,  অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জো হার্ট, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক ওড।  

বাংলাদেশ সময়ঃ ২০০৫ ঘন্টা, ৩০ মে, ২০১৮

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।