ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত মাশরাফি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, জুলাই ১০, ২০১৮
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত মাশরাফি! মাশরাফি বিন মর্তুজা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ব্যাক্তিগত কারণে ২২ জুলাই থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে নাও খেলতে পারেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

ব্যক্তিগত কারণটি কী? মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশ ক্রি‌কে‌ট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র থেকে বাংলানিউজ জানতে পেরেছে অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই সিরিজে তার অংশগ্রহন এখনও নিশ্চিত নয়।

সূত্রটি জানিয়েছে, 'ব্যক্তিগত কারণে মাশরাফি এই সিরিজে নাও অংশ নিতে পারে।

ওর স্ত্রী অসুস্থ। '

আগামী ২২ জুলাই গায়নায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ।  একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেইন্ট কিটসে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ