শুরুতে দুই ওপেনার তামিম ও এনামুল বেশ সতর্কভাবে ব্যাট করেন। কিন্তু দলীয় ৩৬ রানের মাথায় এনামুল হক ৯ বলে ২৩ রান করে ম্যাচের ৩য় ওভারে বোল্ড হন আলজারি জোসেফের বলে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার (২৫ জুলাই) টসে জিতে ফিল্ডং বেছে নেন মাশরাফি। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা।
খেলায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে টাইগারদের বিপক্ষে সংগ্রহ করে ২৭১ রান। আর তার পেছনেই ছুটতে শুরু করেছে টাইগার টিম।
টেস্ট সিরিজে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফর্মে ফিরেছে বাংলাদেশ টিম। একইসঙ্গে আজই সিরিজ নিজেদের করে নিতে জয়ের জন্য বেশ ফুরফুরে মেজাজেই ক্যারিবীয়দের মোকাবেলা করছে মাশরাফির দল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫ ওভারে ১০০ রান। এরমধ্যে তামিম (৪১) ও সাকিব (৩৫) গড়েন ৭০ রানের জুটি।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএমএস