ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সঙ্গে অসদাচরণে ক্যারিবীয় পেসারের শাস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
টাইগারদের সঙ্গে অসদাচরণে ক্যারিবীয় পেসারের শাস্তি আইসিসির নিয়ম ভাঙায় শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ-ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অসদাচরণ ও আইসিসির নিয়ম ভাঙায় শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙের দায়ে তাকে ইতোমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তিরস্কার করেছে ও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

গায়ানায় দ্বিতীয় ওডিআইতে ৩ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে ক্যারিবীয়রা। যেখানে এই ফাস্ট বোলার কোডের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন।

 আইনে বলা হয়েছে, ‘বাজে কোনো ভাষা অথবা আক্রমণাত্মক আচরণে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে প্রদর্শন করলে এ শাস্তি। ’

এ ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে। ব্যাটিংয়ে ভয়ংকর হয়ে ওঠা টাইগার ওপেনার এনামুল হককে বিদায় করার পর বাজে ইঙ্গিত করে জোসেফ ড্রেসিং রুমের পথ দেখান।

খেলার পর জোসেফ ‍অবশ্য ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের অপরাধ শিকার করে নেন। ফলে এর জন্য আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।