ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩০০ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের জয় মাত্র একটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
৩০০ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের জয় মাত্র একটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ঢাকা: ওয়ানডে ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজ আজ অব্দি ৩০০ রান তাড়া করে জিতেছে মাত্র একটি ম্যাচে। বাকি ৩৪টি ম্যাচেই তাদের মাঠ ছাড়তে হয়েছে হারের গ্লানি নিয়ে।

শনিবার (২৮ জুলাই) সেইন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারী বাংলাদেশ ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ৩০১ রান। যা এ যাবতকালে তাদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ।

তাই ক্যারিবীয়ানদের সামনে বড় একটি চ্যালেঞ্জ। মাশরাফিদের হারিয়ে ৩০০ রান তাড়ায় দ্বিতীয় রেকর্ডটি নিজেদের করে নিতে পারবে তো?

না-কি ৩৫তম হার নিয়ে ঘরে ফিরতে হবে?

সেটা হলেতো কথাই নেই ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব লাভ করবে লাল সবুজের দল।

বিদেশে টাইগাররা সর্বশেষ সিরিজটি জিতেছিল ২০০৯ সালে জিম্বাবুয়ে সফরে। ৫ ম্যাচ সিরিজের ওয়ানডেতে স্বাগতিকদের ৪-১ এ হারিয়েছিল।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জুলাই, ২৯, ২০১৮
এইচএল/ টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।