ভারত নিজেদের প্রথম ইনিংসে ১০৭ রানে গুটিয়ে গেলে জবাবে ইংলিশরা ব্যাটিংয়ে দৃঢ়তার পরিচয় দেয়। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে তারা।
তবে সেঞ্চুরি থেকে সাত রান (৯৩) দূরে থাকতে হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নেন বেয়ারস্টো। ১৪৪ বলে ১২টি চারে নিজের ইনিংস সাজানা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কিন্তু তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ঠিকই লর্ডস গ্রাউন্ডের ঐতিহাসিক অনার্স বোর্ডে নাম লেখান ওকস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দিন শেষে তিনি ১৫৯ বলে ১৮টি চারে ১২০ করে নটআউট ছিলেন। তাকে সঙ্গ দিয়ে স্যাম কুরান ২২ রানে অপরাজিত থাকেন।
ভারতীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট পান মোহাম্মদ শামি। পান্ডিয়া তুলে নেন ২টি উইকেট। এছাড়া ইশান্ত শর্মা একটি উইকেট পান।
বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৮
এমএমএস