এমতাবস্থায় এজবাস্টন ও লর্ডস টেস্ট হেরে যাওয়া দলকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিয়েছেন দেশটির প্রধান কোচ রবি শাস্ত্রি। প্রয়োজনে ক্রিকেটারদের ‘নোংরা’ হওয়ারও পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার।
দলকে উদ্দেশ্য করে শাস্ত্রী বলেন, ‘মাটি কামড়ে পরে থাকো। সেটা যতই নোংরা কিংবা কুৎসিত দেখাক। দর্শনধারী হয়ে লাভ নেই। জানতে হবে তোমার অফস্টাম্প কোথায়। বল কখন ছাড়তে হবে। লেগে থাকার মানসিকতা থাকতে হবে। কঠিন পরিস্থিতিতেই বোঝা যাবে তোমার মানসিকতা কতটুকু শক্ত!’
দুই টেস্টেই ইংলিশ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করেছে সেরা ব্যাটিং লাইন আপ খ্যাত ভারত। প্রথম টেস্টে অধিনায়ক কোহলির একটি সেঞ্চুরি ছাড়া চোখে পড়ার মতো আর কিছুই করতে পারেনি ভারতের কোনো ক্রিকেটারই।
১৮ আগস্ট থেকে নটিংহ্যামে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে নানানভাবে দলকে প্রেরনা দিচ্ছেন কোচ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এমকেএম