২০১৭ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইলিয়ট। ২০১৭ সালের একই দিনে তিনি বার্মিংহামকে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে তুলেছিলেন।
টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের আসরে ১০ ইনিংসে মাত্র ৮০ করেছেন ইলিয়ট। তবে বল হাতে ১৪ ইনিংসে ১৯ উইকেট নেওয়ায় বেশ সফলই বলা যায় তাকে।
খেলোয়াড়ি জীবন শেষে সুইজারল্যান্ডে আইস ক্রিকেট খেলতে দেখা যেতে পারে ইলিয়টকে। তবে আসল ক্রিকেটে আর কখনই ফিরবেন না এটাও নিশ্চিত করেছেন তিনি।
২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার অপরাজিত ৮৪ রানের ইনিংসটি তাকে দীর্ঘদিন কিউই ক্রিকেটের ইতিহাসে অমর করে রাখবে। তার ওই ইনিংসটি কিউইদের ফাইনালে ওঠার পথ মসৃণ করে দিয়েছিল।
নিউজিল্যান্ডের হয়ে ৮৩ ওয়ানডে, ৫ টেস্ট ও ১৬ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ইলিয়ট। টেস্ট ও টি-টোয়েন্টিতে আহামরি কিছু না করতে পারলেও ওয়ানডেতে ব্যাট হাতে ১,৯৭৬ রান আর বল হাতে ৩৯ উইকেট মিলিয়ে খুব একটা খারাপ বলা যাবে না। ওয়ানডেতে ১১ হাফসেঞ্চুরি আর ২ সেঞ্চুরিও আছে তার।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এমএইচএম/এমএমএস