কম যাননি ওয়ানডেতেও। মুমিনুলের রেকর্ড ১৮২ রানের দিনে মিঠুনের ব্যাট থেকে আসে ৫১ বলে ৮৭ রানের নান্দনিক এক ইনিংস।
রোববার (১৯ আগস্ট) আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে কথা বলেন মিঠুন। এসময়ে কথা প্রসঙ্গে উঠে আসে তার অতৃপ্ততার কথা।
বলেন, ‘খুব খারাপ হয়নি, তবে আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের ওয়ানডে সিরিজটি জেতা উচিৎ ছিল। তবে ওদের দলটি অনেক ভালো ছিল। অনেকেই জাতীয় দলের ছিল, অভিজ্ঞ ছিল। এরপরেও আমার মনে হয় সবমিলিয়ে ভালোই হয়েছে। ’
আইরিশ ‘এ’ দলের সঙ্গে মুমিনুলদের সিরিজ চলাকালীন অনেকেই হয়তো ধারণা করেছিলে ‘এ’ দল হিসেবে আয়ারল্যান্ড তেমন পারঙ্গম নয়। সংশয় ছিলো দেশটির ক্রিকেট স্ট্রাকচার নিয়েও। কিন্তু মিঠুনের কথায় সেই সংশয়ও উড়ে গেল।
বলেন, ‘তাদের স্ট্র্যাকচার অনেক সুন্দর। ইংল্যান্ডের সঙ্গে তাদের অনেক মিল আছে সুবিধার দিক থেকে। তাদের যেকোনো ক্লাবের প্র্যাকটিস সুবিধা অনেক সুন্দর এখানে। ইনডোর, মেশিন, উইকেট এবং যেকোনো ক্লাবের সুযোগ সুবিধা সবই আন্তর্জাতিক মানের। আমি যতটুকু দেখেছি যে ওদের স্ট্র্যাকচার শতভাগ ঠিক আছে। ’
বাংলাদেশ সময়ঃ ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এইচএল/এমকেএম