ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেক ইস্যু প্রভাব ফেলবে না এশিয়া কাপে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
মোসাদ্দেক ইস্যু প্রভাব ফেলবে না এশিয়া কাপে অনুশীলনে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ দলের। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার স্ত্রী সামিয়া শারমিন ঊষার ১০ লাখ টাকার যৌতুক মামলা ইস্যুতে সরগরম বাংলাদেশ ক্রিকেট পাড়া। সামনাসামনি না হলেও নিজেদের মধ্যে ঘুরে ফিরেই আসে মোসাদ্দেকের নাম। কিন্তু এসব বিষয় আসছে এশিয়া কাপে প্রভাব ফেলবে না বলেই মনে করেন সৌম্য সরকার।

১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে চলতি বছরের এশিয়া কাপ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ২৭ আগস্ট থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। ক্যাম্পের তৃতীয় দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌম্য এ কথা বলেন।

মোসাদ্দেকের বিষয়টি দলের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে কিনা প্রশ্নের উত্তরে এই টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু ক্যাম্প শুরু হয়ে গেছে আমরা চেষ্টা করি যার যার নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু এশিয়া কাপ সামনেই, ১৫-১৬ দিন পরে। সবার চোখ সেখানেই, বড় আসরে কিভাবে ভালো করতে হবে। সেভাবেই অনুশীলন করছে সবাই। ’

সৌম্যর মতে, ভালো খেলায় সবার ফোকাস, মোসাদ্দেক নয়। বলেন, ‘১৫ দিন পরই খেলা। সবার চিন্তা এশিয়া কাপ নিয়েই। কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে। এসব নিয়ে চিন্তা করার তো কোন সময় নাই কারো। ’

উল্লেখ্য, গেল রোববার (২৬ আগস্ট) দুপুরে সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খানের আদালতে মামলা দায়ের করেন মোসাদ্দেকের স্ত্রী। তবে আদালত মামলাটি আমলে না নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

যদিও নিজের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক। পাশাপাশি তার দাবি, শুধু মাত্র তার সুনাম নষ্ট করার জন্যই এমন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।