ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে নেই জিম্বাবুয়ের ক্রেমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
বাংলাদেশের বিপক্ষে নেই জিম্বাবুয়ের ক্রেমার গ্রায়েম ক্রেমার-ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে গুরুত্বপূর্ণ দুটি সিরিজে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। তবে এই দুটি সিরিজে সাবেক অধিনায়ক-স্পিনার গ্রায়েম ক্রেমারকে ছাড়াই খেলতে হবে দলটিকে। কেননা হাঁটুর অস্ত্রোপচার করানো হবে এই ডানহাতির, ফলে অন্তত আট সপ্তাহ তাকে মাঠে বাইরে ‍থাকতে হবে।

ক্রেমার সর্বশেষ গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তবে দল বিশ্বকাপে যেতে ব্যর্থ হওয়ায় পরবর্তী সিরিজে বাদ পড়েন তিনি।

তাকে নেতৃত্ব থেকে বহিষ্কারের পাশাপাশি দলের সিনিয়র অনেক ক্রিকেটারকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে ত্রি-দেশিয় সিরিজে সরিয়ে দেয়া হয়।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ক্রেমার জিম্বাবুয়ে দলে বিবেচিত হননি।

ক্রেমার বাদ পড়লেও ফাস্ট বোলার কাইল জারভিস ও ওপেনিং ব্যাটসম্যান সোলোমান মায়ার দলে ফিরছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।