ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমরানের নির্দেশে পিসিবি চেয়ারম্যান মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ইমরানের নির্দেশে পিসিবি চেয়ারম্যান মানি পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবেক আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি-ছবি: সংগৃহীত

প্রত্যাশিতভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবেক আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৩ বছরের জন্য পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ পদে বসলেন তিনি।

শীর্ষে এই পদের জন্য প্রার্থী চাওয়া হলে, মানি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি মনোনয়নপত্র জমা দেন। আর বোর্ডের সকল সদস্যদের ভোটে তিনি প্রধান হন।

গত মাসে সরে দাঁড়ানো নাজাম শেঠির জায়গায় আসলেন তিনি।

অনেকের মতে মানির চেয়ারম্যান হওয়াটা ছিল নিছক সময়ের ব্যাপার। কেননা সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ইমরান খানই তাকে এই পদে চেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।