ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি ও ৫ উইকেটে ২০ হাজার পাউন্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
সেঞ্চুরি ও ৫ উইকেটে ২০ হাজার পাউন্ড! বিখ্যাত সঙ্গীত শিল্পি মাইক জ্যাগার-ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখে ভারতকে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। শুক্রবার নিয়মরক্ষার শেষ টেস্টে দ্য কিয়া ওভালে খেলতে ‍নামবে দু’দল। তবে এই ম্যাচটিতে কোনো ক্রিকেটার সেঞ্চুরি বা ৫ উইকেট পেলে দেয়া হবে ২০ হাজার পাউন্ড। অবশ্য ক্রিকেটারকে নয়, বিখ্যাত সঙ্গীত শিল্পি মাইক জ্যাগার এই অর্থ দান করবেন দাতব্য সংস্থায়।

বৃটিশ ব্র্যান্ড দল রোলিং স্টোনসের জ্যাগার বরাবরই ক্রিকেটের বড় ভক্ত হিসেবে নিজেকে চিনিয়েছেন। জাতীয় দলের খেলা দেখার জন্য ঘুরে বেড়িয়েছেন বিশ্বব্যাপী।

এবার তিনি স্কুল ক্রিকেটে জুনিয়র ক্রিকেটারদের উন্নতি সাধনে ‘চান্স টু শাইন’ নামের একটি দাতব্য সংস্থার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন।

পাশাপাশি তিনি এও জানান, ম্যাচে কেউ হাফসেঞ্চুরি বা ৩ উইকেট পেলেও দেয়া হবে ১০ হাজার পাউন্ড।

এ প্রসঙ্গে জ্যাগার বলেন, ‘আমি বিশ্বের যেখানেই থাকি না কেন ইংল্যান্ডের খেলা সব সময় দেখি। আর চান্স টু শাইনকে কিছু অর্থ দিতে পারাটা হবে দারুণ কিছু। ’

এদিকে জ্যাগারের এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েল ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।