দেশের উদীয়মান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ের জন্য তৈরি এবং প্রতিভাবানদের পরিচর্যার লক্ষ্যে গেল ২৮ মে শুরু হয়েছিল এইচপি ইউনিটের চলতি বছরের কার্যক্রম। যেখানে অংশ নেয় ২৪ ক্রিকেটার।
দুঃখজনক হলেও সত্য কোনো বিদেশ সফর ছাড়াই এবারের এইচপি ক্যাম্পের সমাপ্তি ঘটতে যাচ্ছে। চলতি মাসের শুরুতে সেপ্টেম্বরের শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা থাকলেও বাতিল হয়ে গেছে।
বিষয়টি নিয়ে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ.ই.এম কাওসার বাংলানিউজকে জানান, 'আগামী বছর এইচপি ক্যাম্পে শ্রীলঙ্কা সফর অন্তর্ভূক্ত করা হয়েছে। '
‘এইচপির ট্যুর মূলত ট্রেনিং প্ল্যাটফর্ম। এটা আগামী ক্যালেন্ডারে আমরা রেখেছি। এইচপি’র যে খেলোয়াড়রা ছিল তাদের বেশিরভাগই ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফর করে এসেছে। তারপরও যারা বাইরে ছিল তাদের নিয়ে চিন্তা-ভাবনা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে টাইমিং মিলেনি বলেই হয়নি। ওরা যখন চাচ্ছিল, তখন আমাদের ঘরোয়া মৌসুমের খেলা আছে। ’-যোগ করেন কাওসার।
বলা বাহুল্য গেল চার বছর ধরে বিসিবি নিয়মিতই আয়োজন করে আসছে বিশেষায়িত প্রোগ্রাম এইচপি। গেল বছরও এইচপি দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করেছিলেন। এবার সেই সুযোগ তারা পাননি।
তবে বিদেশের মাটিতে খেলার সুযোগ না পেলেও দেশের মধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে ক্রিকেটারদের। বিকেএসপি ও খুলনায় তিনটি করে ৫০ ওভারের ম্যাচ খেলেছে এইচপি। সেখানেও প্রতিপক্ষ ছিল অনূর্ধ্ব-১৯ দল।
২৭ সেপ্টেম্বর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থাকায় লাল সবুজের যুবাদের খেলার মধ্যে রাখতে চেয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস