ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কুক কীর্তির পর ভারতীয় ব্যাটিংয়ে ধস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, সেপ্টেম্বর ১১, ২০১৮
কুক কীর্তির পর ভারতীয় ব্যাটিংয়ে ধস বিদায়ী টেস্টে সেঞ্চুরি করা কুক মাঠ ছাড়ছেন-ছবি: সংগৃহীত

বিদায়ী টেস্টে কি অসাধারণ ব্যাটিংটাই না করলেন অ্যালিস্টার কুক। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে একেবারে সেঞ্চুরি। নাম লিখেছেন কয়েকটি রেকর্ডেও। কুক ও জো রুটের সেঞ্চুরিতে ভারতকে ৪৬৪ রানের বিশাল টার্গেট দেয় ইংল্যান্ড। তবে চতুর্থ ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। বলা যায় হারের পথে সফরকারীরা। #সেঞ্চুরি দিয়ে যতি টানলেন কুক

সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪২৩ রান করার পর ডিক্লেয়ার করে। জবাবে ব্যাট করতে নামা ভারত ৫৮ রান ‍তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে।

#সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরিতে শেষ!

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কুক ও রুট দারুণভাবে খেলতে থাকেন। তৃতীয় উইকেট জুটিতে ২৫৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে স্বস্তির জায়গায় নিয়ে যান। ক্যারিয়ারের শেষ টেস্টে ৩৩তম সেঞ্চুরি করা কুক ২৮৬ বলে ১৪টি চারের সাহায্যে ১৪৭ করে বিদায় নেন। ১৪তম সেঞ্চুরি পাওয়া অধিনায়ক রুট ১৯০ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১২৫ করেন। #ক্যারিয়ারের শেষ ইনিংসে কুকের সেঞ্চুরি

ভারতীয় বোলারদের মধ্যে রবিন্দ্র জাদেজা ও হনুমা বিহারি ৩টি করে উইকেট ‍পান। মোহাম্মদ শামি দুটি উইকেট তুলে নেন।

বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে ভারত। দলীয় ২ রানেই ৩টি উইকেট হারিয়ে বসে। পুরো সিরিজে বাজে খেলা শিখর ধাওয়ান এক রানে ফেরেন। দলের দুই ব্যাটিং স্তম্ভ চেতশ্বর পুজারা ও বিরাট কোহলি শূন্য রানে বিদায় নেন। ওপেনার লোকেশ রাহুল ৪৬ ও আজিঙ্কা রাহানে ১০ রানে অপরাজিত আছেন।

ইংলিশ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন দুটি ও স্টুয়ার্ট ব্রড একটি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ