ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কারো জন্য কিছু থেমে থাকে না: তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
কারো জন্য কিছু থেমে থাকে না: তামিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন দুবাই থেকে দেশে ফেরা তামিম-ছবি: বাংলানিউজটুয়েন্টিফোর.কম

ঢাকা: কব্জির তীব্র চোটে এশিয়া কাপের মিশন শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে লাল-সবুজের ব্যাটিং স্তম্ভ তামিম ইকবালের। কিন্তু বাংলাদেশের এশিয়া কাপ তো আর শেষ হয়ে যায়নি। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হেরে শ্রীলঙ্কা বিদায় নেয়ায় ইতোমধ্যেই সুপার ফোরে উঠে গেছে টাইগাররা।

তার আগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানদের মোকাবেলা করবে মাশরাফিরা। মানে ফাইনালের আগে আরও চারটি ম্যাচ।

তামিম নেই। এমতাবস্থায় লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে কে নামবেন? তার বদলি হিসেবে দুবাইয়ে যে দুজন আছেন (মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত) তারা পারবেন তো? এমন প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে।
 
তবে সবাইকে আশ্বস্ত করে তামিম বললেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই।  

‘ওভাবে ভাবার কিছু নেই। ক্রিকেট এমনই একটা খেলা যেখানে কারো জন্য কিছু থেমে থাকে না। আমি ইনজুরির কারণে খেলতে না পারলেও আমার জায়গায় আরেকজন এসে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে। আমার জায়গায় যেই আসুক না কেন বেস্ট অব লাক জানাতে চাই। দলের কথা মাথায় রেখেই তারা পারফরম্যান্স করার চেষ্টা করবে। ’

‘এখানে যদি ইতিবাচক দিক নিয়ে চিন্তা করেন তাহলে জুনিয়রদের এগিয়ে আসার সুযোগ আছে। এখন দু’জন জুনিয়র ওপেন করবে। তাদেরও দায়িত্বের ব্যাপার আছে। আমি বিশ্বাস করি এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। সামনে যে চারটা-পাঁচটা ম্যাচ আছে সেটা তাদের জন্য সুযোগ নিজের জায়গা পাকা করার জন্য। ’

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চোটগ্রস্থ হাত নিয়ে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তামিম।

তামিম ইকবাল ফিরে আসায় টাইগারদের চ্যাম্পিয়ন মিশন কী শেষ হয়ে গেল? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে তামিম জানালেন, ‘আমার মনে হয় না কোনো একজন খেলোয়াড়ের জন্য পুরো দলের পারফরম্যান্স পরিবর্তন হয়ে যাবে। এটা উচিৎও না। আমরা যেভাবে শুরুটা চেয়েছিলাম সেটা পেয়েছি। আশা করি পুরো টুর্নামেন্টেই এভাবেই আমরা খেলবো। আর চ্যাম্পিয়ন হবো কি হবো না অতোদূর না ভেবে সামনে ২০ তারিখে কি হবে, ২১ তারিখে কি হবে সেগুলো নিয়ে যদি চিন্তা করি তাহলেই আমাদের জন্য ভালো। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।