ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান মহারণ দেখতে দুবাই যাচ্ছেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ভারত-পাকিস্তান মহারণ দেখতে দুবাই যাচ্ছেন ইমরান খান এশিয়া কাপে মুখিমুখি হচ্ছে ভারত-পাকিস্তান-ছবি: সংগৃহীত

এশিয়া কাপে বুধবার (১৯ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর দুই দলের এই মহারণ দেখতে দুবাইয়ের মাঠে হাজির হবেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর)  সৌদি আরব সফর করছেন। পরদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন, যেখানে এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়িয়েছে।

একইদিন ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হবেন ইমরান তিনি।

গত বছর ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে পাকিস্তান। সেই ঘটনার এতদিন পর আবার দুই দল একে অন্যের মুখোমুখি হচ্ছে। ২০০৬ সালের পর এই প্রথম দুই দল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লড়াইয়ে নামছে।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানভারত-পাকিস্তান ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। দুই দেশের বৈরিতাপূর্ণ সম্পর্কের কারণেই এই ম্যাচকে ঘিরে আলাদা আগ্রহ থাকে ক্রিকেটবিশ্বে। এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে এ দুই দলের লড়াইকে। দীর্ঘদিন থেকেই ভারত-পাকিস্তানের ম্যাচ আদতে সম্মানের লড়াইয়ে পরিণত হয়।  

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের পরস্পরের মুখোমুখি হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই দীর্ঘ বিরতি শেষে আবার তাদের মুখোমুখি হওয়া দুই দেশের ক্রিকেটভক্তদের জন্য আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পাকিস্তান এবং ভারত বুধবার (১৯ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে একে অন্যের মোকাবেলা করবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।