ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথমে উদ্বেলিত তাসকিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
প্রথমে উদ্বেলিত তাসকিন তাসকিন আহমেদ/ছবি- বাংলানিউজটুয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বাইরে কখনোই কোন ফ্র্যাঞ্চাইজি ক্রি‌কেট লিগে খেলার সুযোগ পাননি টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ। অবশেষে আফগানিস্তান প্রি‌মিয়ার লিগ দিয়ে বহুল প্রতিক্ষীত সেই সুযোগ পেলেন ২২ বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার। লিগে সিলভার ক্যাটাগরিতে কান্দাহার নাইটসের হয়ে তিনি বল হাতে ঝড় তুলবেন।

দারুণ এই খবরটি তিনি পেয়েছেন বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে। কান্দাহার দলের ইংলিশ এজেন্ট টম তাকে এই সুসংবাদ জানিয়েছেন।

'খবরটি এসেছে আজকে দুপুরে। ইংল্যান্ডের এজেন্ট টম আমার নাম সাবমিট করেছিল। নেয়ার পর জানালো তুমি সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছ। '

বাংলানিউজকে দেয়া প্র‌তি‌ক্রিয়ায় এসব কথা বলছিলেন তাসকিন।

প্রথমবার দেশের বাইরে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন। অনুভূতিটা কেমন? এবং টুর্নামেন্টে আপনার লক্ষ্য কী থাকবে এমন প্রশ্নের জবাবে আনন্দে উদ্বেলিত তাসকিন জানালেন, 'খুবই ভাল লাগছে। বাংলাদেশের বাইরে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাইনি। এটা আমার জন্য বড় ব্যাপার। এবং বড় একটি সুযোগও। চেষ্টা করবো নিজের সেরাটা দিতে। '

তাসকিন যখন কথাগুলো বলছিলেন ঠিক তখন তার সতীর্থরা দুবাইয়ে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালের মহারণে নামার প্রস্তুতি নিচ্ছেন। ব্যাকপেইনের ব্যথা, ফেঁটে যাওয়া আঙ্গুলের চোটে দল থেকে ছিটকে যাওয়ায় অগত্যা দেশে বসেই টিভিতে প্রিয় দলের খেলা দেখছেন এই গতিতারকা।  

খুব ইচ্ছে ছিল দুবাইয়ে দলের সঙ্গে থাকবেন, খেলবেন। কিন্তু অভিশপ্ত ইনজুরি তার সেই ইচ্ছেপূরণে বাধ সেধেছে। টিভি পর্দায় দুবাইয়ের মাঠ দেখে তার কেবলই মনে হয়, 'আমিও যদি ওখানে খেলতে পারতাম!'

অবশেষে আফগান লিগ তাকে সুযোগটি করে দিয়েছে বলে নিজেকে ভাগ্যবান মানছেন তাসকিন। যেহেতু লিগের খেলাগুলো দুবাইয়েই অনুষ্ঠিত হবে।

'টিভিতে দুবাইয়ের খেলা দেখছিলাম। খারাপ লাগছিলো। অনেকেই দুবাইয়ের ছবি দিচ্ছে। ভালো লাগছে এই ভেবে যে আমিও দুবাইয়ে খেলার সুযোগ পাব। '

আগামী ৫-২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের এবারের আসর।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।