বিসিবি সুত্র বিষয়টি বুধবার (২৬ সেপ্টেম্বর) বাংলানিউজকে নিশ্চিত করেছে।
দেশছাড়ার আগের দিন কর্মস্থল বিসিবিতে এসেছিলেন লাল-সবুজের এই ব্যাটিং কান্ডারি।
মূলত, তামিম ইংল্যান্ডে যাচ্ছেন তার চোটগ্রস্থ বাঁহাতের কব্জিতে অপারেশন লাগবে কী না সে বিষয়ে নিশ্চিত হতে। বিশেষজ্ঞ ডেভিড ওয়ারউইক তার হাত দেখে যদি মনে করেন অপারেশন লাগবে তাহলে সেই অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করবেন এই মারকুটে ব্যাটসম্যান।
যদিও আগের দিন বিসিবি চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন তার হাতে অপারেশন লাগবে না। তবে যেহেতু ওয়ারউইক নিজ চোখে তামিমের হাত দেখতে চেয়েছেন সেহেতু তার ইংল্যান্ডে যাওয়া। বৃহস্পতিবার ইংল্যান্ডে পৌঁছে পরদিন ওয়ারউইকের সঙ্গে দেখা করবেন তামিম।
উল্লেখ্য, গেল ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচের শুরুতে লঙ্কান পেসার সুরঙ্গা লাকমালের বাউন্সারে বাঁহাতের কব্জিতে গুরুতর চোট পেয়ে গেল মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফেরেন তামিম।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এইচএল/এমএইচএম