ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইলকে রেখে ম্যাককালামকে ছেড়ে দিল রংপুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
গেইলকে রেখে ম্যাককালামকে ছেড়ে দিল রংপুর গেইলকে রেখে ম্যাককালামকে ছেড়ে দিল রংপুর-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্র্যান্ডন ম্যাককালামকে নিয়ে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। তবে ষষ্ঠ মৌসুমে বিদেশি খোলোয়াড়দের মধ্যে থেকে ক্রিস গেইলকে রাখলেও ম্যাককালামকে ছেড়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আর দেশি খেলোয়াড়দের তালিকা থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন। বাকি যে তিনজনকে রিটেইন করা হয়েছে তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।

রংপুর রাইডার্সের দলীয় সূত্র মঙ্গলবার (২ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

সূত্রমতে, ‘ক্রিস গেইল, অপু, মাশরাফি, মিঠুনকে আমরা রিটেইন করেছি। রুবেল ও ম্যাককালামকে ছেড়ে দিয়েছি। ক্রিগ গেইল আমাদের শিরোপা এনে দিয়েছে। অতএব তাকে রাখতেই হয়েছে। সে রিটেইন হওয়ার মতোই প্লেয়ার। নাজমুল অপু আমাদের হোম বয়। সে আমাদের শেখ জামাল থেকে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছে। ওর দেখাশোনা আমাদেরই দায়িত্ব। ম্যাশ তো ম্যাশই (মাশরাফি বিন মুর্তজা)।  আর মিঠুন একজন পারফর্মার। ’

তবে রুবেল ও ম্যাককালাম ছড়ে দিলেও ২৫ অক্টোবর অনুষ্ঠেয় প্লেয়ারস ড্রাফটে তাদের পেলে লুফে নেবে বলেও সূত্রটি জানিয়েছে।

বিপিএলের ষষ্ঠ আসরের নিয়ম অনুযায়ী দেশি ও বিদেশি মিলিয়ে মোট চারজন ক্রিকেটারকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি রেখে দিতে পারবে। ফলে রুবেল ও ম্যাককালামকে এই নিয়মের কারণেই ছেড়ে দিতে হয়েছে চ্যাম্পিয়নদের।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৬ষ্ঠ আসর। প্রাথমিকভাবে অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।