ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটে ব্যাটে-বলে উজ্জ্বল আশরাফুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
সিলেটে ব্যাটে-বলে উজ্জ্বল আশরাফুল ব্যাটের পর বলেও আলো ছড়ালেন আশরাফুল-ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচেই ব্যাটে-বলে আলো ছড়ালেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচের দ্বিতীয় দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ৫৩ রানের ইনিংসের পর বল হাতেও তিনি ২ উইকেট তুলে নিয়েছেন।

আশরাফুলের জ্বলে ওঠার দিনে নিস্প্রভ থাকেননি দলের বাঁহাতি স্পিনার আরাফাত সানিও। এই দু‘জনের আক্রমণাত্মক বোলিংয়েই দিন শেষে ১৩২ রান তুলতে দলটিকে ৬ উইকেট খোয়াতে হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোর ৪২৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নামা সিলেট শিবিরে প্রথম আঘাত হানেন আশরাফুল। ওপেনার খন্দকার সায়েম আলম রিজভিকে আরাফাত সানির ক্যাচ বানিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন। আরেক ওপেনার শাহনাজ আহমেদকেও ৩৯ রানে বোল্ড করে আউট করেন এই সাবেক টাইগার অধিনায়ক।

ঝলক দেখানো আরেক স্পিনার আরাফাত সানি দ্বিতীয় দিনের শেষ সেশনে ১৯ ওভার বোলিং করে মাত্র ৪৮ রানের বিনিময়ে ৪ ব্যাটসম্যানকে শিকার করেছেন। তার শিকারির তালিকায় আছেন ইমতিয়াজ হোসেন, জাকির হাসান, অলোক কাপালি এবং খন্দকার সায়েম আলম রিজভি।

তবে তাদের হারালেও শাহনুর রহমান এবং এনামুল হক জুনিয়রের ব্যাটে প্রতিরোধ গড়তে সক্ষম হয় সিলেট। শাহনুর ৩৪ এবং এনামুল ৩৭ রানে অপরাজিত থেকে দিনের বাকি খেলা শেষ করেন।

এর আগে প্রথম দিন ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলামের দেড়শ রানের ইনিংসের সুবাদে ৩৩২ রানের বড় পুঁজি পেয়েছিল আশরাফুলের দল। সাদমান ছাড়াও অধিনায়ক মার্শাল আইয়ুবও খেলেছেন ৫০ রানের অনবদ্য একটি ইনিংস। অপরদিকে সৈকত আলি ৪২, মেহরাব হোসেন ৩৮ এবং শামসুর রহমান ৩৪ রান করেন।

সিলেট ডিভিশনের পক্ষে সবথেকে সফল বোলার স্পিনার এনামুল হক জুনিয়র। ৫৩.৪ ওভার বোলিং করে ১৬৫ রান খরচায় একাই ৬ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও শাহনুর রহমান নিয়েছেন ৭৫ রানে ৩ উইকেট এবং ১টি উইকেট পেয়েছেন আবু জায়েদ রাহি।

বগুড়ার শহীদ চান্দু স্টডিয়ামে দিনের অপর ম্যাচে ব্যাট হাতে রীতিমত হুঙ্কার ছেড়েছেন অলরাউন্ডার আরিফুল হক। বরিশাল বিভাগের বিপক্ষে খেলেতে নেমে মৌসুমের উদ্বোধনী ম্যাচেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। তার ২৩১ রানের সুবাদে ৫০২ রানের পাহাড়সমান পুঁজি পায় রংপুর বিভাগ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শাহরিয়ার নাফিসকে (২৪ রান) হারিয়ে দলীয় ৯১ রানে দিন শেষ করেছে বরিশাল বিভাগ। দ্বিতীয় দিন শেষে ৫৩ রানে অপরাজিত আছেন ওপনোর রাফসান মাহমুদ। তার সঙ্গী হিসেবে অপর প্রান্তে ১২ রানে অপরাজিত আছেন ফজলে রাব্বি (১২)।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।