ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কে ছাড়িয়ে যাবেন কুককে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
কে ছাড়িয়ে যাবেন কুককে? অ্যালিস্টার কুক। ছবি: সংগৃহীত

গেল মাসে হঠাৎ করেই আন্তর্জেতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষেই তুলে রাখেন ব্যাট-প্যাড। ২০১৪ সালে ওয়ানডে ও ২০০৯ সালে টি-২০ থেকে অবসর নেওয়া কুক ২০১৮ সালে ছাড়লেন সাদা পোশাকের ক্রিকেটও।

কিন্তু যাওয়ার আগে নিজেকে রেখে গেছেন অনন্য এক উচ্চতায়। টেস্ট ক্রিকেটে তার রানের সংখ্যা ১২ হাজার ৪ শত ৭২।

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে তার ধারে কাছেও নেই কেউ। কিন্তু প্রশ্ন থেকেই যায় তবে কি কেউই ছুঁতে পারবেন না কুকের এই স্কোর। বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেস্ট রানে কুকের কাছাকাছি আছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান হাসিম আমলা। তবে তিনি বেশ খানিকটা পিছিয়ে আছেন কুকের থেকে।

আমলার বর্তমান টেস্ট রান ৯ হাজার ২২। ১১৯ ম্যাচে ৪৭.২৩ গড়ে এই রান তোলেন আমলা। তার পরে আছেন বর্তমানে নিষেধাজ্ঞায় থাকা অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৭৪টি টেস্টে ৪৮.২০ গড়ে তার রান ৬ হাজার ৩৬৩।  

এরপর আছেন যথাক্রমে ইংল্যান্ডের জোর রুট, আরেক নিষেধাজ্ঞা কাটানো অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এদের মধ্যে রুটের রান সংখ্যা ৬ হাজার ২৭৯ (৭৪ ম্যাচ ৫১.০৪ গড়), স্মিথের রান ৬ হাজার ১৯৯ (৬৪ ম্যাচ ৬১.৩৭ গড়) ও কোহলির রান ৬ হাজার ১৪৭ (৭১ ম্যাচ ৫৩.৯২ গড়)।

এখন অপেক্ষার পালা, কত দিনে এসব ক্রিকেটাররা ছাড়িয়ে যেতে পারেন কুককে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।