ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচেও টাইগ্রেসদের রুগ্ন ব্যাটিংয়ে হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
শেষ ম্যাচেও টাইগ্রেসদের রুগ্ন ব্যাটিংয়ে হার নারী দলের হার। ছবি: সংগৃহীত

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তান নারী দলের বিপক্ষে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারীরা।

শনিবার (৬ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সালমা-রুমানাদের ৭ উইকেটে হারায় পাকিস্তান দল। প্রথম ম্যাচে মাঠ ভেজা থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়।

মাঠে গড়ানো বাকি তিন ম্যাচেই দাপোটের সঙ্গে যেতে জাভেরিয়া খানের দল।

প্রথমে ব্যাট করে সফরকারীদের মাত্র ৭৮ রানের লক্ষ্য দিতে পারে স্বাগতিকরা। আর সেই ছোট লক্ষ্য মাত্র তিন উইকেট হারিয়ে পূরণ করে ফেলে পাকিস্তান। তাদের খেলতে হয় কেবল ১৪.৫ ওভার।

মাঠে গড়ান তিন ম্যাচে বাংলাদেশ দলের রান যথাক্রমে ৩০, ৮১ ও ৭৭।  

শেষ ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ৩১ বলে ২৪ রান করেন রুমানা আহমেদ। এছাড়া ১৫ বলে ১৪ করেন ফাহিমা খাতুন। এ দুজন ছাড়া আর কেউ ১০-এর ঘরেই পা রাখতে পারেননি। শুধু ব্যাটিংয়েই নয়, প্রতিটি ম্যাচেই বাংলাদেশের বোলিং ও ফিল্ডিংও চোখে পড়ার মতো বাজে হয়েছে। এছাড়া বাড়তি ডট বল খেলা, ফিটনেসও বেশ নেতিবাচকভাবে চোখে পড়ে।

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি বিদেশের মাটিতে বেশ ভালো পারফরম্যান্স করলেও দেশের মাটিতে রুগ্ন পারফরম্যান্স দেখাচ্ছে সালমা-রুমানারা। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে টাইগ্রেসদের জন্য এই পাকিস্তান সিরিজ একটি বড় ধাক্কাই বটে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।