সেই হাসানই বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হয়ে। লম্বা সময় পর বাংলাদেশে এসে মোটামুটি মুগ্ধ তিনি।
‘আমি মোহামেডান ও ব্রাদার্সের হয়ে খেলেছি। তবে এদেশের ক্রিকেট আগের মতো নেই। অনেক বদলেছে। এটা যে কোনো দেশের জন্যই ভাল। বিষয়টি আমার ভাল লেগেছে। এখানে ক্রিকেটের দারুণ পরিবেশ বিরাজ করছে। সব ধরণের সুযোগ সুবিধাই এখানে আছে। আমি নিশ্চিত তরুণরা এখান থেকে উপকৃত হবে। ’
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চলতি আসরের ফাইনালে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে এই মুহুর্তে ভারতের যুবাদের বিপক্ষে লড়ছে হাসানের শিষ্যরা।
শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৪ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারত।
বাংলাদেশ সময়ঃ ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এইচএল/এমকেএম