ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে কুবরার ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
প্রথম বাংলাদেশি হিসেবে কুবরার ৬ উইকেট অনন্য এক রেকর্ডের মালিক হলেন বাংলাদেশ নারী দলের স্পিনার খাদিজাতুল কুবরা-ছবি: সংগৃহীত

অনন্য এক রেকর্ডের মালিক হলেন বাংলাদেশ নারী দলের স্পিনার খাদিজাতুল কুবরা। টাইগ্রেসদের ওয়ানডে ক্রিকেট‍ ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬ উইকেট শিকার করলেন তিনি। তার দুর্দান্ত ঘূর্ণিতেই একমাত্র ওয়ানডে ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৯৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান নারী দল।

এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারই ৫ উইকেট পাননি।

সর্বোচ্চ ৪ উইকেট ছিল এই কুবরারই। এদিন ৯.৫ ওভারে এক মেডেনসহ মাত্র ২০ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং এলোমেলো করে দেন তিনি।

গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে টি-টুয়েন্টি ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেন জাহানারা আলম। টি-টুয়েন্টির পর ওয়ানডেতেও এবার বাংলাদেশের মেয়েরা দেখালেন বোলিং নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনী।

ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে বিশ্বের দুই বোলারের। সোমবার সে রেকর্ডে ভাগ বসাতে পারতেন কুবরা। শেষ দিকে কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করায় তা পারেননি।

পাকিস্তানের ৯৫ রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।