ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হংকংয়ের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
হংকংয়ের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তিন হংকং ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ-ছবি: সংগৃহীত

ক্রিকেটে এতো কড়া আইনের পরও ফিক্সিংয়ের মতো জঘন্য অপরাধ থামছে না। সম্প্রতি এশিয়া কাপে খেলা হংকংয়ের নাদিম আহমেদ সর্বশেষ এই অপরাধে জড়িয়েছেন। আইসিসির এমন অভিযোগে রয়েছে আরও দুই হংকং ক্রিকেটার।

অভিযুক্তের তালিকায় নাদিমের ভাই ইরফান আহমেদ ও হাসিব আমজাদ রয়েছেন। এই তিন ক্রিকেটারই পাকিস্তান বংশোদ্ভূত।

তবে এশিয়া কাপে নয়, ২০১৪ ও ২০১৬ সালের বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটা করার অভিযোগ এনেছে তিন জনের বিরুদ্ধে।  

ইরফান অবশ্য দু’বছর আগেই গড়াপেটার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের একটি ম্যাচে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ইরফানের বিরুদ্ধে। এবার নাদিম ও হাসিবের বিরুদ্ধেও ২০১৪’র জানুয়ারিতে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে একই অভিযোগ উঠল।  

পাঁচটি ধারায় অভিযুক্ত হয়েছেন তারা। আগামী দু’সপ্তাহের মধ্যে নাদিম ও হাসিবকে উত্তর দিতে বলেছে আইসিসি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।