ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৯৯-তে বিদায় বললেন রেহমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
৯৯-তে বিদায় বললেন রেহমান অবসরের ঘোষণা দিলেন রেহমান-ছবি: সংগৃহীত

মিসবাহ-উল-হক পাকিস্তানের অধিনায়ক থাকাকালে নিজেকে চিনিয়েছেন আব্দুর রেহমান। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে দানিশ কানিরিয়া ও পরে সাইদ আজমলের কাছে আর পেরে ওঠেননি। ফলে মাত্র ২২ টেস্টে ৯৯ উইকেট নিয়েই বিদায় বলতে হলো এই বাঁহাতি স্পিনারকে।

সাদা পোশাকে এক উইকেটের আক্ষেপ থাকা রেহমান অবশ্য সর্বশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন ৪ বছর আগে। ৩৮ বছর তাই হয়তো আর সুযোগ পাবেন না, এমনটি ভেবেই অবসরের ঘোষণা দিলেন তিনি।

২০০৭ সালে অভিষেকের পর সর্বশেষ খেলেছেন ২০১৪ সালের আগস্টে। ২২ টেস্টে ২.৫৩ ইকোনোমিতে ৯৯ উইকেট নিয়েছেন রেহমান। ৩১টি ওয়ানডেও খেলেছেন এই বাঁহাতি। নিয়েছেন ৩০টি উইকেট। এছড়া ৮টি টি-টোয়েন্টি খেলে ১১টি উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।