কোহলি জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে টেস্ট ম্যাচে তার ‘এসজি’ নয়, ‘ডিউক’ বল চাই! সাধারণত এশিয়ান কন্ডিশনে বেশি ব্যবহৃত হয় এসজি বল। তবে এশিয়ার বাইরে ফাস্ট বোলিং উপযোগী কন্ডিশনের ব্যবহার করা হয় ডিউক বল।
সিরিজের প্রথম টেস্টেই ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন অসন্তুষ্টি প্রকাশ করেন। এবার তার সাথে যোগ দিলেন দলের অধিনায়ক কোহলিও। ভারতীয় দলের দাবী টেস্ট ক্রিকেটে ডিউক বল ব্যবহার করাটাই ভালো।
শুক্রবার (১২ অক্টবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক কোহলি এমন অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চয়ই এমন কোনো বল ব্যবহার করতে চাই না যেটি মাত্র পাঁচ ওভারেই তার চকচকে ভাব হারায়। বর্তমানে ব্যবহৃত এসজি বলগুলোর গুণগত মান আগে অনেক ভালো ছিল। কিন্তু এখন কেনো যেনো মান পড়ে গেছে। অন্য দিকে ডিউক বল এখনও আগের মতই চলছে। কুকাবুরা বলে সমস্যা থাকলেও তারা কখনো মান নিয়ে আপোষ করেনি। ’
‘আমার মতে ডিউক বলটাই টেস্ট ক্রিকেটের জন্য সেরা বল। আমার হাতে সুযোগ ও তেমন পরিস্থিতি থাকলে আমি সারা বিশ্বের সব ধরনের ক্রিকেটের জন্য ডিউক বলের প্রচলন ঘটাতাম। সব জায়গায় একই বল ব্যবহার করা হলে বোলাররাও সুবিধা পেতে পারতো। ’
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমকেএম