ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেট সিক্সার্সের অংশ হতে পেরে রোমাঞ্চিত ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
সিলেট সিক্সার্সের অংশ হতে পেরে রোমাঞ্চিত ওয়ার্নার ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ক্রিকেটার ড্রাফটের জন্য অপেক্ষা করতে হবে ২৮ অক্টোবর পর্যন্ত। সেদিনই জানা যাবে কোন কোন ক্রিকেটার যাচ্ছেন কোন দলে। তবে তার আগে যেকোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দের দুজন বিদেশি ক্রিকেটার দলে টানতে পারবেন। এই নিয়মের আওতায় ফ্র্যাঞ্চাইজিগুলো বিশ্বের নামিদামি সব তারকাকে দলে ভিড়িয়ে নিচ্ছে।

এই তালিকায় নতুন যোগ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভ্যারিফাইড পেজ থেকে ওয়ার্নারের বিষয়টি জানানো হয়।  

শুক্রবার ভ্যারিফাইড পেজ থেকে ওয়ার্নারের পক্ষ থেকেও একটি ভিডিও পোস্ট করে সিক্সার্স। সেখানেই ওয়ার্নার জানান, সিলেটের হয়ে খেলার জন্য রোমাঞ্চিত হয়ে আছেন তিনি।

বলেন, ‘হ্যালো বাংলাদেশ। আমি ডেভিড ওয়ার্নার। আমি খুবই রোমাঞ্চিত যে আমি সিলেট  সিক্সার্সের অংশ। সিক্সার্সের সঙ্গে যুক্ত হতে আমি অপেক্ষা করতে পারছি না। খুব শিগগিরই দেখা হবে। লাগলে বারি বাইন্ডারি। ’

অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার বর্তমানে জাতীয় দল থেকে নিষিদ্ধ থাকলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে রান করেই যাচ্ছেন। এমন তারকাকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত সিলেট সিক্সার্স। এরই মধ্যে জাতীয় দলের ওপেনার লিটন দাসকে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে নিশ্চিত করেছে সিলেট।  

এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে রংপুর রাইডার্স। তাদের দলে আগে থেকেই আছেন ক্রিস গেইলের মতো টি-টোয়েন্টির রাজা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।