ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩৮৪ ম্যাচ পর ফিরেই জেতালেন ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
৩৮৪ ম্যাচ পর ফিরেই জেতালেন ইংল্যান্ডকে ডেনলি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন-ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে যখন জো ডেনলির প্রত্যাবর্তন হলো, ততদিনে ইংল্যান্ড খেলে ফেলেছে ৩৮৪টি ম্যাচ! বছর হিসেবে ঠিক ৮ বছর পর জাতীয় দলের জার্সিতে এই অলরাউন্ডার। তবে ফিরেই চমক। স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তার স্পিন ভেল্কিতে ৩০ রানের বড় ব্যবধানে জয় পেল ইংলিশরা।

কলম্বোতে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড জেসন রয়ের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ইনিংসের শেষ বলে অলআউট হয়ে ১৫৭ ‍রান করতে পারে শ্রীলঙ্কা।

আরও পড়ুন..৩৮৪ ম্যাচ পর জাতীয় দলে

১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ডেনলি ও আদিল রশিদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। অধিনায়ক থিসারা পেরেরা ৩১ বলে ৫৭ করে কিছুটা লড়ে যান।

ডেনলি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। ম্যাচ সেরাও হন এই স্পিনার। রশিদ ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি উইকেট পান ক্রিস জর্ডান। একটি উইকেট তুলে নেন লিয়াম প্ল্যাঙ্কেট।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রয় ৩৬ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন। ২৭ রান করেন মঈন আলী। ২৬ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। বোলিংয়ে পাশাপাশি দলের হয়ে দায়িত্বপূর্ণ ২০ রান করেন ডেনলি।

লঙ্কান বোলারদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট পান লাসিথ মালিঙ্গা ও আপোনসো।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।