ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন আমির মোহাম্মদ আমির-ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের। 

শুক্রবার (০২ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেন পাকিস্তানের নির্বাচকরা। সেই দলে জায়গা হয়নি আমিরের।

এর আগে গত এশিয়া কাপ এবং অজিদের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি এই পেসারকে।

১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ইমাম-উল-হক, হারিস সোহেল ও ফাস্ট বোলার জুনায়েদ খান। দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও। বাকি সবাই নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন।  

আগামী ৭ ও ৯ নভেম্বর তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবীতে আর বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর দুবাইয়ে।

এই সিরিজ পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে সেরা সাতে থাকতে হলে এই সিরিজ জেতা ছাড়া গতি নেই। কারণ ৬ নম্বরে থাকা অস্ট্রেলিয়া (১০০) ও ৭ নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট (৯৩) এখন পাকিস্তানের (১০১) নাকের ডগায়।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনায়েদ খান, শাহিন আফ্রিদি ও উসমান খান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।