ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববার থেকে ব্যাটে ফিরছেন তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
রোববার থেকে ব্যাটে ফিরছেন তামিম তামিম ইকবাল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গেল ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমালের বাউন্সারে বাঁহাতের তর্জনির জয়েন্টে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল। এরপর কেটে গেছে দেড়মাসেরও বেশি সময়। মাঝে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ইংল্যান্ডেও গিয়েছিলেন তামিম। ফিরে নিয়মিতই চলেছে তার পুনর্বাসন।

ইনজুরি ম্যানেজমেন্টের যাবতীয় কর্মকাণ্ড শেষে এখন তার ব্যাটিংয়ে নামার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে প্রায় ৪৯ দিন পর রোববার (৪ অক্টোবর) ব্যাটিং শুরু করবেন এই টাইগার ওপেনার।

শনিবার (৩ অক্টোবর) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র।

সূত্রমতে, রোববার থেকে তামিম ব্যাটিং শুরু করবেন, তবে সেটা ক্রিকেট বলে নয়, টেনিস বলে। এরপর যদি তিনি মনে করেন খেলতে পারবেন খেলবেন। ’

ইনজুরির কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে খেলতে পারছেন না তামিম। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।