ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একটু ব্যথা অনুভব করেছেন তামিম এই যা

মহিবুর রহমান, স্পেশাল করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
একটু ব্যথা অনুভব করেছেন তামিম এই যা তামিম ইকবাল-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তামিম ইকবাল ব্যাট হাতে নিয়েছেন ৪৯ দিন পর। কিন্তু তার ব্যাটিং স্টাইল দেখে সেটা মনে হওয়ার কোনো সুযোগই ছিল না। সহকারী বোলার শাহীন যে লেংথেই বল ছুঁড়েছেন সপ্রতিভ ব্যাটে তার জবাব দিয়েছেন। শর্ট বল, ফুলার, ইয়র্কার, ফুলটস, লো ফুলটস, হাফভলি; সবই খেলেছেন 'ক্লাসিক' তামিমের মতোই।

২০ মিনিটের ব্যাটিংয়ে বাঁহাতের চোটাক্রান্ত তর্জনীতে অস্বস্তি অনুভব করেননি একথা ঠিক। তবে অল্পবিস্তর ব্যথা অনুভব করেছেন।

ব্যাটিং শেষে নিজেই সেকথা জানালেন, 'একটু ব্যথা আছে। '

মোটামুটি লম্বা বিরতির পর রোববার (৫ নভেম্বর) ব্যাটিংয়ে ফিরলেও চোটের বিষয়টি মাথায় রেখে পুরোটা সেশনে ক্রি‌কেট বল মোকাবেলা করেছেন মাত্র তিনবার। চিকিৎসকের পরামর্শানুযায়ী বাকি সব ডেলিভারিই এসেছে টেনিস বল থেকে।

ব্যাটিং শেষে করেছেন দুপুর ১২:২৪ মিনিটে। আধাঘণ্টা বিরতির পর শের ই বাংলা স্টেডিয়ামে করেছেন রানিং। তামিম ইকবাল-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম মূলত এর মধ্য দিয়েই শুরু হয়ে গেল তার মাঠে ফেরার লড়াই। সেদিন বাংলাদেশ ক্রি‌কেটের পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেছিলেন ১৮ নভেম্বর থেকে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাকে টাইগার দলে দেখা যাবে।

শুরুতে না হলেও সিরিজের মাঝামাঝি অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। যদিও বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেছিলেন, এখন পুরোটাই তামিমের ওপর নির্ভর করছে। তিনি যদি মনে করেন, খেলা সম্ভব তাহলে হয়তো সফরকারী দলটির বিপক্ষে টেস্ট সিরিজেই ব্যাট হাতে ক্লাসিক শটসের পসরা সাজিয়ে আবার গ্যালারিতে উল্লাস ফেরাবেন লাল সবুজের এই ব্যাটিং স্তম্ভ। তামিম ইকবাল-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমগেল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমই গুরুতর ইনজুরিতে পড়েছিলেন তামিম।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।