ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ডের কথা জানতেনই না নাঈম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
রেকর্ডের কথা জানতেনই না নাঈম! নাঈম হাসান। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: স্বপ্নের মতোই অভিষেকটা হলো নাঈম হাসানের। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম ম্যাচেই নজর কাড়লেন সবার। বল হাতে নেমে গড়লেন অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড। 

তবে অনন্য এ রেকর্ডের কথা নাকি জানতেনই না বাংলাদেশের বোলিং আক্রমণের নতুন এ সেনসেশন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন চট্টগ্রামের এ সন্তান।

বলেন, ‘কোনো টার্গেট নিয়ে নয়, নরমাল ক্রিকেটই খেলেছি। ৫ উইকেট নিতে হবে, ১০ উইকেট নিতে হবে এরকম কিছু মাথায় ছিলো না। আমি শুধু চেষ্টা করেছি প্রসেসটা মেইনটেইন করার। রেকর্ডের কথা তো জানতামই না। এখানে আসার সময়ই শুনেছি। ’ 

রোস্টন চেইজকে ইমরুলের হাতে ক্যাচ বানিয়ে ফেরানো দিয়েই শুরু নাঈমের বিশ্বরেকর্ডের গল্পটা। এরপর একে একে সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকেনকে ফিরিয়ে দিয়ে গড়েন সেই বিশ্বরেকর্ড।  

নাঈম হাসান।  ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

তবে এতোসব উইকেটের মধ্যে জোমেল ওয়ারিকেনকে বোল্ড করা বলটিকেই এগিয়ে রাখলেন নাঈম। বলেন, ‘প্রতিটি উইকেটই আনন্দের। তবে জোমেলকে বোল্ড করা বলটিকেই এগিয়ে রাখবো। ’

টেস্টের প্রথম দিন দলীয় ২২২ রানে মুমিনুলের উইকেটের পরে ক্ষণিকের ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। সে সময় আরেক বোলার তাইজুলকে সঙ্গে নিয়ে ৭৪ বলের ২৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন নাঈম। তবে একে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন বলেই জানালেন তিনি।  

বলেন, ‘যখন ব্যাট হাতে নিই তখনও দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আবার যখন বল হাতে নিয়েছি তখনও মনে হয়েছে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমারই। বোলার হলেও, ব্যাট কিংবা বল- দুটোই এনজয় করছি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমআর/টিসি/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।