ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিরাটদের সমতায় ফেরার সুযোগ ভেসে গেল বৃষ্টিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
বিরাটদের সমতায় ফেরার সুযোগ ভেসে গেল বৃষ্টিতে ভারতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে দুর্ভাগ্যজনকভাবে ৪ রানের হার। দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের সামনে সুযোগ ছিল সমতায় ফেরার। কিন্তু বৃষ্টি তা আর হতে দিলো না। তাই রোববার (২৫ নভেম্বর) সিডনিতে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়াকে। সমতা না হয় ট্রফি।

শুক্রবার (২৩ নভেম্বর) মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ১৯ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩২ রান তুলতেই নামে বৃষ্টি।

সেই বৃষ্টি আর না থামায় খেলা আর মাঠে গড়াতে পারেনি।

বৃষ্টি চলা অবস্থাতেই ভারতকে তিনবার ডাকওয়ার্থ-লুইস নিয়মে লক্ষ্য দেওয়া হয়। প্রথমবার ১৯ ওভারে ১৩৭ রান, দ্বিতীয়বার ১১ ওভারে ৯০ রান ও শেষবার ৫ ওভারে ৪৬ রানের লক্ষ্য দিয়েও এক বলও আর মাঠে গড়ায়নি।  

সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ জয় ছাড়া পথ ছিল না কোহলির দলের। এর আগে ব্রিসবেনে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হারে ভারত।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।