ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

২০০ রানের লিড ছাড়াতেই আউট নাঈম-রিয়াদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, নভেম্বর ২৪, ২০১৮
২০০ রানের লিড ছাড়াতেই আউট নাঈম-রিয়াদ রিয়াদ

দ্বিতীয় দিনের ধারা বজায় রেখে তৃতীয় দিনেও উইকেট হারানোর মিছিল শুরু করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মুশফিক আউট হওয়ার পর মিরাজ বিদায় নেন দ্রুতই। তাদের দুজনের পথেই হেঁটেছেন অভিষিক্ত নাঈম হাসান। দেবেন্দ্র বিশুর এই ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশের লিড ২০০ ছোঁয়ার পরের বলেই বিদায় নেন টেল এন্ডার এই ব্যাটসম্যান। এরপর এক বল বাদেই শাই হোপের ক্যাচে পরিণত হয়ে বিশুর চতুর্থ শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩১)। ১২৪ রান সংগ্রহ করতেই নবম উইকেট হারিয়েছে টাইগাররা। লিড ২০২ রান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।