তবে তার থেকেও দারুণ ব্যাপার হল, নিজেদের ক্রিকেট ইতিহাসে কোনো নির্দিষ্ঠ প্রতিপক্ষ হিসেবে একমাত্র উইন্ডিজদেরই দুইবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদের দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
৯ বছর পর সেই উইন্ডিজের বিপক্ষেই নিজেদের মাটিতে মুখোমুখি বাংলাদেশ। এবারেও দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে চট্টগ্রামের মাটিতে সেই সাকিবের নেতৃত্বেই পায় ৬৪ রানের জয়।
ঢাকা টেস্টে নিজেদের টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় পেলো বাংলাদেশ। এক ইনিংস ১৮৪ রানের বড় জয় পায় সাকিবের দল।
এই ম্যাচে বাংলাদেশের অর্জনের শেষ নেই। মেহেদি হাসান মিরাজ করেন তার ক্যারিয়ার সেরা বোলিং। ১৬ ওভারে মাত্র ৫৮ রানে উইন্ডিজের ৭ উইকেট তুলে নেন তিনি। তার আগের ইনিংস সেরা ছিল ৭৭ রানে ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়েও নেন ১১৭ রানে ১২টি উইকেট। যা তিনি ছাপিয়ে যান আগের ম্যাচ সেরা ইনিংসকেও।
এই ম্যাচে অভিষিক্ত সাদমান ইসলামও করেন একাধিক রেকর্ড। বাংলাদেশের হয়ে অভিষিক্ত কোনো ওপেনার হিসেবে সবচেয়ে বেশি বলের (১৯৯) মুখোমুখি হওয়ার রেকর্ডের মালিক তিনি। ব্যাট হাতে নেমেই পান হাফসেঞ্চুরি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমকেএম/এমএমএস