বলা বাহুল্য গেল ১৮ বছরের পথচলায় এতগুলো ম্যাচের মধ্যে টাইগাররা জয়ের মুখ দেখেছে কেবল ১৩টিতে আর হেরেছে ৮৩ ম্যাচে। এর মধ্যে ৩৮টিই ছিলো ইনিংস ব্যবধানে হার।
টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের থেকে একধাপ এগিয়ে আছে উইন্ডিজরা। সে দলটির বিপক্ষে ইনিংস ও ১৮৪ রানের বড় ব্যবধানে পাওয়া জয়ের ম্যাচটিই সাকিবের কাছে হয়ে থাকলো বিশেষ কিছু। যা নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হিসেবেও দেখছেন লাল-সবুজের এই দলপতি।
রোববার (২ ডিসেম্বর) ঢাকা টেস্ট ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সেই অদ্বিতীয় অনুভুতির কথা জানালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
বলেন, ‘আমরা ১৮ বছরের মত টেস্ট খেলেছি। একশ'র ওপরে টেস্ট ম্যাচ খেলেছি। এই প্রথম এমন কিছু করলাম। অবশ্যই স্পেশাল কিছু। অবশ্যই অদ্বিতীয় কিছু। ’
‘এর ভেতরে আমরা কিন্তু ছোট দলের সাথেও খেলেছি। তারপরও আমরা এমন কিছু করতে পারি নি। তাই এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন আমি মনে করি। এর আগে আমাদের ওপরের কোন টিমকে হোম কন্ডিশনে হোয়াইটওয়াশ করিনি। সব কিছু মিলিয়ে আমাদের জন্য সিরিজটি অনেক বড় পাওয়ার সিরিজ ছিল। ’
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এইচএল/এমকেএম