মঙ্গলবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বরে সংবাদ সম্মেলনে একথা জানান মাশরাফি।
খেলোয়াড়ি জীবন শেষের আগেই রাজনীতিতে আসা এবং নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আমি যদি বিশ্বকাপ পর্যন্ত খেলি, আমি যেটা চিন্তা করেছিলাম- আমার ৭-৮ মাস বাকি আছে।
মাশরাফি সম্পর্কে যারা কমবেশি খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন নড়াইলের বহুমুখী উন্নয়নে অবদান রেখে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের এই দলপতি। গেল মাসেই নড়াইল জেলায় প্রায় দুই শতাধিক মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকের বিশ্রামের জন্য একটি ঘর তৈরি করে দিয়েছেন মাশরাফি। এর আগে তাদের বিশ্রাম নিতে হতো গাছতলায়। পাশাপাশি জেলাভিত্তিক সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে তো বরাবরই ছিলেন মাশরাফি।
সিরিজের আগে খেলার প্রতি আপনার যে ফোকাস থাকে সেটা নির্বাচন করার কারণে রাখা সম্ভব? এমন প্রশ্নে জবাবে মাশরাফির বলেন, বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আমার মনে হয় নেই। আমার মাইন্ড সেটআপে একদমই না। কারণ, আমি এখনই ওইখানের (নির্বাচনী প্রস্তুতি) সাথে পুরোপুরি জড়িত না। অনুশীলনে মন আছে। অবশ্যই ১৪ তারিখের পরে ওইখানে মনোযোগ দেব। যতটুকু করার ১৪ তারিখের পরে গিয়ে করবো। ১৪ তারিখ পর্যন্ত পুরোপুরি মনোযোগ খেলায় রাখতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এইচএল/এমজেএফ