২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মোহাম্মদ হাফিজের। এরপর থেকেই টেস্ট দলে আসা-যাওয়ার মাঝেই আছেন তিনি।
৫৪ টেস্টের ক্যারিয়ারে ১০ সেঞ্চুরি ও ১২ ফিফটি সমেত ৩৮.৩৫ গড়ে ৩৬৪৪ রান করেছেন হাফিজ। স্পিন বলে তার উইকেট ৫৩টি।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে দলের প্রথম ইনিংসে ৪ বল খেলে শূন্য রানে আউট হয়ে গেছেন হাফিজ। এরপরই অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
২০১৬ সালের আগস্ট থেকে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা হাফিজ চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছিলেন। দুবাইয়ের ওই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটলেও এরপর খেলা ৪ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৬৬ রান। আর এই সময়ে বল হাতে তার সংগ্রহ মাত্র ১ উইকেট।
হাফিজ তার দীর্ঘ ক্যারিয়ারে ২০৩টি ওয়ানডে ও ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুই ফরম্যাট মিলিয়ে ৮ হাজারের বেশী রান সংগ্রহ করেছেন। এখন থেকে পাকিস্তানের হয়ে এই দুই ফরম্যাটে খেলার দিকেই মনোনিবেশ করবেন তিনি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১২৮
এমএইচএম