টুর্নামেন্টে হুইলচেয়ার ক্রিকেট সবুজ একাদশ দল ও হুইলচেয়ার ক্রিকেট লাল একাদশ দল মুখোমুখি হয়। সবুজ দলের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন এবং সহ অধিনায়ক হিসেবে ছিলেন মো. রিপন উদ্দীন।
টুর্নামেন্টটিতে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। লাল দল ২-০ ব্যবধানে টুর্নামেন্টটি জয় লাভ করে। প্রথম ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন লাল দলের অধিনায়ক নূর নাহিয়ান এবং দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন লাল দলের সহ-অধিনায়ক উজ্জ্বল বৈরাগী। টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৪ রান সংগ্রহ করে বেস্ট ব্যাটসম্যান হন সবুজ দলের সাজ্জাদ হোসেন এবং ম্যান অব দ্যা সিরিজ হক লাল দলের সহ-অধিনায়ক উজ্জ্বল বৈরাগী।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জুনায়েদ পাইকার ও ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি জাবেদুর রহমান খান। রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
সময়ে আরও উপস্থিত ছিলেন হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা কাজী সাবির ও তামজিদুল ইসলাম কানন, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাবেদ আলী শাওন এবং ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমির সাধারণ সম্পাদক আবদুল মজিদ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমকেএম/এমএমএস