বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে দ্রুতগতিতে রান তুলে বিসিবি একাদশ। দুজনে মিলে ৮১ রানের জুটি গড়েন।
ইমরুল বিদায় নিলেও সৌম্য সরকারকে নিয়ে এগিয়ে যান তামিম। ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০, ৭০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরিও তুলে নেন। কিন্তু দলীয় ১৯৫ রানের মাথায় ব্যক্তিগত ১০৭ রানে চেজের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৭৩ বলে ১৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
ওদিকে ফিফটির দেখা পেয়েছেন সৌম্যও। ৫০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রান নিয়ে ব্যাট করছেন এই বাঁহাতি।
২৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান নিয়ে ব্যাট করছে টাইগাররা।
এর আগে শুরুতে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমএইচএম