প্রথম ইনিংসে ৮৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায় পূর্বাঞ্চল। ২ উইকেটে ১৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা উত্তরাঞ্চল ফরহাদ হোসেন ও নাঈম ইসলামের ব্যাটে ভর করে বেশ ভালই এগোতে থাকে।
কিন্তু ফরহাদ ৬৪ রানে করে আবু জায়েদ রাহির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে শুরু হয় উত্তরের ব্যাটসম্যানদের আসাযাওয়া। তানবীর হায়দার মাত্র ২ রানে ফিরে যান এনামুল হক জুনিয়রের বলে। পঞ্চম উইকেটে ধীমান ঘোষকে নিয়ে অনেকটা সময় উইকেটে কাটিয়ে দিলেও সেই রাহির বলেই ফেরেন ধীমানকেও। উইকেটরক্ষক এ ব্যাটসম্যান করেন ৬৮ রান।
এরপর এক প্রকার রাহির একক রাজত্ব চলেছে। যদিও এর ফাঁকে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬তম সেঞ্চুরি তুলে নেন নাঈম। তিনিও ফেরেন রাহির বলেই। ২৪৩ বলে ৮ বাউন্ডারিতে ১০০ রান করে ফেরেন নাঈম।
৭৪ রান দিয়ে একাই ৬ উইকেট তুলে নেন আবু জায়েদ রাহি। এনামুল হক জুনিয়র নেন ২ উইকেট। একটি করে উইকেট পান হাসান মাহমুদ আর তাইজুল ইসলাম।
৯০ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে পূর্বাঞ্চল। চতুর্থ দিন মুমিনুল হক ৩২ ও মাহমুদুল হাসান ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমকেএম