বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ
সিলেট থেকে: উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে গেল জুলাইয়ে ক্যারিবিয়ান সফরে থাকা আবু যায়েদ চৌধুরী রাহি ও মোসাদ্দেক হোসেন সৈকতকে দলের বাইরে রাখা হয়েছে।
দলে এসেছেন মোহাম্মদ মিঠুন। চলতি মাসের ১৭ তারিখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
বাকি দুটি ম্যাচ মিরপুর শের ই বাংলায় হবে ২০ ও ২২ ডিসেম্বর।
১৪ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এইচএল/এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।