ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের খেলা দেখতে হাজির 'বাঘ'!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
টাইগারদের খেলা দেখতে হাজির 'বাঘ'! সিলেট স্টেডিয়ামের গ্যালারীতে হাজির টাইগারভক্ত 'বাঘ'-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বিশ্ব ক্রিকেটের ২০০তম ওয়ানডে ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। একইদিনে বাংলাদেশের হয়ে ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি দেখতে সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে দর্শকদের উপচেপড়া ভিড়। ম্যাচে টাইগারদের খেলা দেখতে এমনকি গ্যালারীতে হাজির এক ‘বাঘ’!

এই ‘বাঘ’ অবশ্য বাস্তবের বাঘ নয়। টাইগারদের এক অকুণ্ঠ সমর্থক নিজেকে বাঘরূপে সাজিয়ে হাজির হয়েছেন গ্যালারীতে।

খেলা দেখতে উপস্থিত দর্শকদের মধ্যেও তাকে নিয়ে বেশ উৎসাহ চোখে পড়েছে। এই টাইগার ভক্ত ‘বাঘ’র পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায় নি।

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিলেটের মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি জিতলেই টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগারবাহিনী।  

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজএই ম্যাচটি হতে পারে দেশের মাটিতে টাইগার দলপতি মাশরাফির শেষ ম্যাচ। এমন এক মুহূর্তের আবেগ সিলেটের গ্যালারীতে উপস্থিত দর্শকদেরও ছুঁয়ে গেছে। অনেকের হাতেই মাশরাফিকে নিয়ে বিশেষ প্ল্যাকার্ড চোখে পড়েছে।

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজবাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।