ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ ছবি: বাংলানিউজ

টেস্ট ও ওয়ানডের সফল সমাপ্তির পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটের প্রথম ম্যাচে ক্যারিবীয় ঝড়ে উড়ে গেছে সাকিববাহিনী। তবে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয়টি জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এরই লক্ষ্যে বিকেলে মাঠে নামছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।  

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কোটরেল।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।