ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

হেটমায়ার-ব্র্যাভোকে এক ওভারেই ফেরালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
হেটমায়ার-ব্র্যাভোকে এক ওভারেই ফেরালেন সাকিব এক ওভারেই ২ উইকেট পেয়েছেন সাকিব-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ক্রমেই বিপজ্জনক হয়ে উঠা শিমরন হেটমায়ারকে সাইফউদ্দিনের ক্যাচে পরিণত করে ফেরানোর পর ড্যারেন ব্র্যাভোকেও ফেরালেন সাকিব আল হাসান। স্লগ শট খেলতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন হেটমায়ার। মিড-অন থেকে কিছুটা দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচে বল তালুবন্দি করেন সাইফ। ১৭ বলে ১৯ রান তুলে বিদায় নেন হেটমায়ার। ওভারের শেষ বলে ব্র্যাভোকে (২) মোস্তাফিজের ক্যাচে পরিণত করেন সাকিব। এক ওভারেই দুই উইকেট!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।